Symptoms and management of Hydrocephalus

  • হাইড্রোকেফালাসে রোগীর উপসর্গ কি কি?
    • হাইড্রোকেফালাস রোগে মাথায় অতিরিক্ত পানির ফলে ব্রেনের উপর চাপ তৈরি করে ব্রেইনের উপর অতিরিক্ত চাপের ফলে বিভিন্ন উপসর্গ দেখা যায়– 
      • বাচ্চার অস্থিরতা বৃদ্ধি পাওয়া
      • মাথা বড় হয়ে যাওয়া
      • মাথাব্যথা
      • বমি হওয়া
      • মাথার তালু ফুলে যাওয়া
      • চোখ নিচের দিকে যাওয়া
      • চোখে ঝাপসা দেখা
      • চোখে একই জিনিস দুইটা  দেখা
      •  খিঁচুনি
      • পড়ালেখায় অমনোযোগী
  • চিকিৎসা কিভাবে করা হয়?
    • সাধারণত তিন প্রকারে এই রোগের চিকিৎসা করা হয়ঃ-
      • ভিপি সান্ট
      • ইটিভি
      • ভিএসজি
  • কোন চিকিৎসা পদ্ধতি কাদের জন্য?
    • ভিপি সান্ট
      • ছয় মাসের নিচের বয়সের বাচ্চাদের পানি বা সিএসএফ শোষণে ঝামেলা থাকলে । এটা সাধারণত কমিউনিকেটিং হাইড্রোকেফালাসে হয়ে থাকে।যাদের ইটিভি এর মাধ্যমে পানি প্রবাহের পথ তৈরি কঠিন।
      ইটিভি
      • ছয় মাসের বেশি বয়সের বাচ্চাদের জন্য পানি প্রবাহে বাঁধার  সৃষ্টি হয়ে যে হাইড্রোকেফালাস হয়। একে অবস্ট্রাক্টিভ হাইড্রোকেফালাস বলে। ব্রেইনে ইনফেকশন থাকলে এবং অপারেশন জরুরী হলেযাদের ভিপি শান্ট করা নিষেধ ।
    • ভিএসজি
      • ছয় মাসের নিচের বয়সের বাচ্চাদের যাদের ভিপি শান্ট করা  সম্ভব না বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে, ওজন কম থাকে, চামড়ার নিচে চর্বি কম থাকে
Click to Chat
Scroll to Top