Tantalum Mesh Technique -to accommodate large amounts of herniated neural tissue
হাইড্রোকেফালাস হলেঃ
ভিপি শান্ট
কেন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে চিকিৎসা করাবেন?
একজন শিশু নিউরোসার্জনই / পেডিয়াট্রিক নিউরোসার্জনই এই রোগের চিকিৎসা সুচারু ভাবে করতে পারে।
বাংলাদেশর প্রেক্ষাপটে অনেকেই অনেক রোগের চিকিৎসা করে থাকে।
সঠিক চিকিৎসকের কাছে যদি সঠিক রোগের চিকিৎসা নেয়া যায় তবে যেমন সুস্থতা নিশ্চিত হয় তেমনি অনাকাঙ্ক্ষিত হয়রানি থাকে মুক্তি পাওয়া যায়।
সুতরাং শিশুদের নিউরোসার্জারির জন্য (ব্রেইন, নার্ভ ও স্পাইন সার্জারির জন্য) একজন শিশু নিউরোসার্জনই / পেডিয়াট্রিক নিউরোসার্জনই সঠিক চিকিৎসক। এই বিষয়ে উনার দক্ষতাই সর্বোচ্চ বলে ধরা হয়।
বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার একমাত্র সেন্টার যা বেসরকারিভাবে জন্ম থেকে ১৮ বছর বয়সী রোগীদের ব্রেইন, নার্ভ, স্ট্রোক ও স্পাইন রোগের চিকিৎসা প্রদান করে থাকে।
সরকারিভাবে দুই একটি হাসপাতাল এই রোগের চিকিৎসা প্রদান করলেও বিছানার স্বল্পতার কারণে অনেক সময় সঠিক সময়ে রোগী ভর্তি করে চিকিৎসা করানো সম্ভব হয়না।
এই দীর্ঘসুত্রিতার কারণে সঠিক সময়ে রোগী ভর্তি করে চিকিৎসা করানো সম্ভব হয়না। ফলে যে ক্ষতি হয় তা পরবর্তী সময়ে চিকিৎসার মাধ্যমে পুনরুদ্ধার করা কঠিন হয় এমনকি অসম্ভব হয়ে যায়।
তাই সুচিকিৎসার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে সুন্দর জীবন উপহার দেবার লক্ষ্যে এবং সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথচলা।