- চিকিৎসা না করালে কি হতে পারে?- মাথা অনেক বড় হয়ে যাবে এবং নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
 - পানির চাপে মাথায় ব্রেইনের পরিমান কমতে থাকবে, ফলে বুদ্ধির বিকাশ বাঁধাগ্রস্ত হবে।
 - পানির চাপে খিঁচুনি হবে।
 - বড় বাচ্চাদের ক্ষেত্রে চোখে ঝাপসা দেখতে দেখতে অন্ধ হয়ে যাবে
 - মাথায় অতিরিক্ত পানির চাপে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়ে মারা যেতে পারে।
 
- জরুরী চিকিৎসা করার সুবিধা কি?- মাথার আকার নিয়ন্ত্রণে থাকবে
 - বুদ্ধির বিকাশ হবে
 - শিশু অন্ধ হয়ে যাবেনা।
 - খিঁচুনি প্রতিরোধ করা যাবে।
 - অকাল মৃত্যু থেকে বেঁচে যাবে।
 


